আপনার বাজেট যদি 15 থেকে 16 হাজার টাকা হয় তাহলে আপনি ঠিক পোস্ট এ আসছেন. আপনার জন্য 15/16 হাজার টাকা সবথেকে ভালো 3 টা ফোন নিয়ে আসছি. ভালো ডিসপ্লে ভালো ব্যাটারি ভালো চার্জিং ওয়ার্ড খুঁজতেছেন তাদের জন্য এই তিনটা ফোন।


লিস্টে থাকা প্রথমে যে ফোনটার কথা বলব সেই ফোনটা কিন্তু অনেকেরই অনেক পছন্দের একটা ফোন.এবং এই ফোনটার জনপ্রিয়তা কিন্তু মার্কেটে অনেক বেশি. কথা বলছিলাম Symphony Helio 50 নিয়ে, এই ফোনটার

ডিজাইনের কথা যদি বলি পেছনে দেখতে পারতেছেন আইফোনের মত তিনটা ক্যামেরা দেওয়া আছে তো আমার মনে হয় এই ডিজাইনটি সবারই অনেক পছন্দ হবে।


Symphony Helio 50

একটা ফোনের ওয়ান অফ দা মেইন পার্ট হচ্ছে ফোনের ডিসপ্লে তো এই ফোনটার ডিসপ্লে নিয়ে একটু থা বলা যাক, ফোনটাতে IPS LCD Display ব্যবহার করা হয়েছে যার রিফ্রেশ রেট হচ্ছে 90 hz আপনারা যখন Scroll করবেন বা কোন ব্রাউজিং করবেন, আপনারা কিন্তু অনেক ভালো একটা স্মুথনেস পাবেন|


এই ফোনটার ডিসপ্লের সাইজ হচ্ছে 6.72" 1080x2400p


Comments

Popular posts from this blog

Xiaomi Redmi 13 5g Price in Bangladesh 2024